সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / টানটান উত্তেজনা, কী হবে ২৭ জুলাই?

টানটান উত্তেজনা, কী হবে ২৭ জুলাই?

শেরপুর নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার সমাবেশ ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-বিএনপি। রাজপথ দখলে রাখতে দুই দলই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ রকম পরিস্থিতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে জনমনে। অজানা আশঙ্কা এখন সর্বমহলে। সবার কাছে এখন প্রশ্ন, কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই।

পুলিশ বলছে, তারাও প্রস্তুত। বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এমন কঠোর ঘোষণার পরও নাশকতার আশঙ্কা করছে বিএনপি। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ বলছে, যে কোনো মূল্যে রাজপথ দখলে রাখা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। সাংগঠনিক শক্তির জানান দিচ্ছে প্রধান দুই দল। একই দিনে প্রধান দুটি দলের সমাবেশের জন্য রাজধানী ঢাকা কতটা উপযুক্ত সে বিষয়টি ভাবার দাবি রাখে। সবকিছু ছাপিয়ে তাদের প্রত্যাশা, রাজধানীকে নিরাপদ রাখতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দক্ষ হাতে সবকিছু মোকাবিলা করবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রীতিমতো যুদ্ধের দামামা বাজতেছে। উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দলের মাঝেই। তাদের এমন আচরণে বোঝা যাচ্ছে, সংঘাত অপরিহার্য। তবে এসব উত্তাপ-উত্তেজনা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারে। জনগণের স্বার্থে আলাপ-আলোচনার মাধ্যমে এসবের সমাধান করা উচিত। নইলে পরিস্থিতি যেভাবে-যেদিকে অগ্রসর হচ্ছে জীবন-জীবিকা চরম হুমকির মধ্যে পড়বে।
তবে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. হারুন-অর রশিদ বলেন, কী হবে, সেটা সময়ই বলে দেবে। সরকার এখন পর্যন্ত সহনশীল আছে। আর বিএনপিও যে সহজেই সংঘাতে জড়াবে এমনটাও মনে হয় না। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই স্মায়ুচাপ বাড়বে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শান্তিপূর্ণ ডেমোনেস্ট্রেশন করলে বাধা নেই। কিন্তু যখনই জনদুর্ভোগ সৃষ্টি করবে, তখনই আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার শিগগিরই মতামত জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এরপর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একজন সাংবাদিক বিএনপির মহাসমাবেশের বিষয়ে প্রশ্ন করলে এসব কথা বলেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আপত্তি সেখানেই, যদি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমাদের আপত্তি সেখানেই, রাস্তাঘাট বন্ধ করে যদি তারা কিছু করে কিংবা জানমালের ক্ষতি করে কিংবা জীবননাশ হয়। তখনই বাধা দেব। কিন্তু শান্তিপূর্ণ ডেমোনেস্ট্রেশন করলে কোনো বাধা নেই।

রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ : আওয়ামী লীগের নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন। মাঠে সক্রিয় থাকবেন। সংঘাতে জড়াবেন না। তবে যারা সংঘাত করতে আসবে, তাদের প্রতিহত করা হবে।

একাধিক সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে রাজপথ দখলের কোনো সুযোগ দেবে না আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশ ঘিরে আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসার পথে যেন কোনো রাস্তায় বসে না পড়তে পারে সে জন্য সজাগ ও সতর্ক থাকবে ক্ষমতাসীন দলটি। শান্তি সমাবেশ ছাড়াও পুরো ঢাকা মহানগরী এবং আশপাশের জেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তবে কোনোভাবেই বিএনপির কোনো উসকানির ফাঁদে পা না দিতে ইতোমধ্যে সবাইকে সতর্ক করেও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। সংঘাতের উসকানি আমরা কখনো দেব না। আমরা ক্ষমতায় আছি। আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। শান্তিপূর্ণ নির্বাচন চাই। তবে কেউ জনগণের জানমালের ক্ষতিসাধন করলে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল হিসেবে আমাদের দায়িত্ব। তিনি দাবি করেন, আমরা কোনো পাল্টাপাল্টি সমাবেশ করছি না। আমরা বলেছিলাম, নির্বাচন পর্যন্ত মাঠে ছিলাম, আমরা মাঠে থাকব।’

Check Also

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us