শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। লাইনটির দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে লাইনটি চালু হয়।
লাইনটি বাঁশখালীতে নির্মিতব্য এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।
এর আগে, গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু হয়। উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ব্যাকবোন লাইন হিসেবে কাজ করবে।