সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক বিপ্লবে বড় ভূমিকা রাখছেন ব্যবসায়ীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: দেশের অর্থনৈতিক বিপ্লবে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ব্যবসায়ীদের সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আসাদুজ্জামান খান বলেন, বিএসইসি ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোনো তুলনা হয় না। কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন।

গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল, তার চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, এই সরকার দারিদ্র্য কমিয়েছে। পাশাপাশি মাথা পিছু আয় বাড়িয়েছে।

Check Also

বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই। নিজস্ব মজুদেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =

Contact Us