শেরপুর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনের প্রার্থী কে, ফলাফল কী- এমন সব তথ্য ঘরে বসে মোবাইলেই জানতে পারবেন। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপটি কেবল নিজের মোবাইলে ইনস্টল করে নিলেই হবে।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
তিনি বলেন, অ্যাপটি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এখন হয়তো প্রকিউরমেন্টে যাবে। এতে শুধু আমরাই নই, ভোটার, দল, প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ সাধারণ মানুষেরও প্রবেশাধিকার থাকবে। এখানে নির্বাচনী এলাকা, নাম, নম্বর, প্রার্থীদের দলীয় পরিচয়, প্রতীক, হলফনামা সবই থাকবে। কে কোন এলাকার ভাটার, কোন কেন্দ্রে, কোন কক্ষে ভোট দেবেন সেটি গুগল ম্যাপে দেখতে পারবেন। এটার কারিগরি দিক দেখা হচ্ছে। একসঙ্গে কতজন দেখতে পারবে, এগুলো দেখা হচ্ছে।
তিনি বলেন, কেউ যদি ভোটার নম্বর জানতে চান, তাহলে জানতে পারবেন। ঘণ্টায় ঘণ্টায় ভোট পড়ার হার জানতে পারবেন। নির্বাচন শেষে কেন্দ্রভিত্তিক কোন প্রার্থী কত ভোট পেয়েছে, দল ভিত্তিক আসন দেখতে পারবেন। ভোটের পরে রেজাল্ট হলে সেটি জানতে পারবেন। রিটার্নিং অফিসার এখন যেভাবে দিচ্ছে, সেভাবেই দেবে। এরপর অ্যাপে আপলোড করবে। এখন যেমন আমরা টিভিতে দেখতে পাচ্ছি। তখন ঘরে বসেই সে দেখতে পারবে তার ডিজায়ার্ড প্রার্থী কোথায় কত ভোট পেয়েছে। তিনশ আসনেই পারবে একটি নির্দিষ্ট সময়ের পরে। সন্ধ্যায় ছয়টার সময়ই যদি আশা করেন, তা হবে না।
‘স্থায়ীভাবে কেন্দ্রগুলো এই ডাটাবেজের মধ্যে আনতে চাচ্ছি। যদি প্রাকৃতিক কারণে ভেঙে না যায়, তাহলে এখান থেকেই পরবর্তীতে কেন্দ্র নির্ধারণ করা যাবে, এটি হলো সংসদ নির্বাচনের জন্য। এতে প্রভাব খাটিয়ে সেন্টার পরিবর্তন করার সুযোগ থাকবে না।’
মোবাইলেই ভোটের সব তথ্য ঘরে বসেই পেয়ে যাবেন ভোটাররা, এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হ্যাঁ। এটার নাম নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ। ছয় বছরের জন্য করা যাবে। পরবর্তী সংসদও একই অ্যাপে করবে। এরপর যারা কমিশনে আসবেন তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন। কারণ এর মধ্যে অনেক কিছু হতে পারে।