সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বগুড়ার বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম জিয়াউর রহমান জিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী এলাকার তোজাম্মেল হক তোজামের ছেলে। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ্যাড. আশেকুর রহমান সুজন।

এ্যাড. আশেকুর রহমান সুজন জানান, ২০১০ সালে বগুড়ার শিবগঞ্জের বগলিগাড়ী গ্রামের লতিফুল বারীর মেয়ে মিনা আক্তারের সঙ্গে পাশের গ্রামের জিয়াউর রহমান জিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিনাকে অত্যাচার করে আসছিল জিয়া। পরে ২০১১ সালের ৬ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে জিয়া তার স্ত্রীকে মিনাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মিনার বাবা লতিফুল বারী বাদী হয়ে শিবগঞ্জ থানায় জিয়াসহ তার বাবা তোজাম্মেল হক, মা জোবেদা বেগম ও দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালে ২৯ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে মিনার স্বামী জিয়াকে একমাত্র আসামি করে বাকীদের অব্যাহতি দেওয়া হয়। পরে দীর্ঘ ১১ বছর পর আদালত এ রায় দেন। আসামি জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =

Contact Us