শেরপুর নিউজ: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না বলেছেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে নিজের জীবনকে নিবেদিত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। আর তার কন্যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক মুক্তির দিকে। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি প্রান্তে সম উন্নয়ন করে যাচ্ছে। শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তলা বিহীন ঝুড়ির দেশকে উন্নয়নের রোড মডেলে পরিণত করেছেন। তাই আমাদের সকলকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা থেকে বগুড়ার শহরের বনানী পর্যটন মোটেলে পৌঁছিলে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরা ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের নেতৃত্বের ফুলেল শুভেচ্ছা জানানোকালে জেলা মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।