ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎচালিত সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সিরাজুল ইসলাম (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার ছোট চিকাশি গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ছোট চিকাশি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট চিকাশি গ্রামে বিলাইচাটা পাথারে বুধবার দুপুরের দিকে ফরিদুল ইসলাম নামে এক কৃষক জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত সেচপাম্প চালাতে যান। তিনি সেচপাম্প স্পর্শ করামাত্র বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হন।
বিষয়টি দেখার জন্য সিরাজুল ইসলাম নামে এক কৃষক এগিয়ে আসেন। এসময় তিনি সেচপাম্প চালু করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষনা করেন। আহত ফরিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আশরাফুর ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্টে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরমধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি। অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।