শেরপুর নিউজ: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১০টার দিকে এ উপলক্ষ্যে শেরপুরের কেক কর্তন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।
তিনি এসময় বক্তৃতায়, জননেত্রী শেখ হাসিনার হাততে শক্তিশালী করার জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সব সময় তৈরী থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্বেচ্ছাসেবকদেরই এগিয়ে আসতে হবে।
এর আগে সকাল ৮টার দিকে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ।