মমিনুল ইসলাম : বগুড়ার শেরপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে শেরপুর শহরের সরকারি ডিজে হাইস্কুল খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
বক্তব্য রাখেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওবায়দুর রহমান প্রমুখ।
ফাইনাল খেলা বালক দলে ২-০ গোলে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চাম্পিয়ন হয়।
এছাড়া বালিকা দলের ফাইনাল খেলায় উদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলে কানাইকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন হয়।