সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে আরডিএ- প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে আরডিএ- প্রতিমন্ত্রী

শেরপুর নিউজ : বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। সেইসঙ্গে শহুরে সুযোগ-সুবিধা দিয়ে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বগুড়া আরডিএ।

বৃহস্পতিবার (২৭জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিগত অর্থবছরের সম্পাদিত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ আগামী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে ওই পরিকল্পনা সম্মেলন আয়োজন করা হয়।

আরডিএ’র আইটি সেন্টারে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি আরও বলেন, কৃষি খাতকে আরও আধুনিকায়ন প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ জনগণের জীবন-মানের উন্নয়ন দরকার। দেশকে এগিয়ে নিতে হলে এই দুই খাতের উন্নয়ন অতিব জরুরি। তাই বগুড়া আরডিএ গবেষণার মাধ্যমে নানামুখি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পল্লী জনপদের জীবন-মান উন্নয়নেও কাজ করছে তারা। বর্তমান সরকারে ভিশন-২০৪১, ৮ম বার্ষিক পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামি আরডিএ পরিকল্পনা তৈরী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক খুরশীদ ইকবাল রেজভীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মহাপরিচালক শফিকুর রেজা বিশ^াস, হাজী দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপযার্য্য এম কামরুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ) ফেরদৌস হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন আরডিএ’র মহাপরিচালক খুরশীদ ইকবাল রেজভী। এতে বলা হয়, বিগত সময়ে আরডিএ’র বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাপাপাশি ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), ভিশন ২০৪১, সরকারের অন্যান্য অগ্রাধিকার পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা প¬্যান যাতে ফলপ্রসূ হয় সে লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ওই প্রবন্ধে।

বার্ষিক ওই সম্মেলনে বিশেষজ্ঞদের নিকট থেকে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণে উন্মুক্ত আলোচনা করা হয়। এছাড়াও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শণী, গবেষনা প্রবন্ধের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরডিএ’র বোর্ড অব গভর্নরস (বিওজি), বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক, বিশেষজ্ঞসহ একাডেমীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Contact Us