শেরপুর নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার ৭নং ওয়ার্ডের দুইটি মহল্লা কমিটি গঠন ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় শেরপুর শহরের টাউনকলোনী এজে উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মীসমাবেশ ও মহল্লা কমিটি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হাসান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টু। প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম জহু, সাহেদুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মানিক শেখ, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শিমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের মরহুম কয়েকনেতাসহ নিহত আওয়ামীলীগ নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ মো. সেলিম রেজা।
শেষে কাবিল খন্দকারকে সভাপতি ও মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭নং ওয়ার্ডের শান্তিনগর মহল্লা এবং মো. মোজামকে সভাপতি ও সুলতান মোল্লাকে সাধারণ সম্পাদক করে টাউনকলোনী মোল্লাপাড়া মহল্লা কমিটির ঘোষণা করা হয়।