শেরপুর নিউজ ডেস্ক: জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারা। তাদের বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিলেও ঘনিষ্ঠ সূত্রের খবর, একে অপরের সঙ্গে খুব ভালো আছেন তারা।
সম্প্রতি সেই প্রমাণ মিলল আরও একবার। বিমানবন্দরে প্রেমিকের পোশাক গায়ে দেখা গেল রাশমিকাকে। মুখে একরাশ হাসি, এলো চুলে বাঁধা খোঁপা। কার্গো ট্রাউজার্সের সঙ্গে সাদা রঙের একটি ক্রপ টপ পরেছিলেন রাশমিকা। এর ওপর কালো রঙের একটি চেক শার্ট। বিমানবন্দরে এমন পোশাকেই সম্প্রতি দেখা গেছে রাশমিকাকে।
সামাজিক মাধ্যমের পাতায় সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই রাশমিকার পরনের ওই শার্ট দেখে উৎসাহ বেড়ে যায় অনুরাগীদের। এ তো বিজয় দেবেরাকোন্ডার শার্ট! এ শার্টেই দিন কয়েক আগেও দেখা মিলেছিল অভিনেতার। প্রেমিকের পোশাক পরেই কি তবে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন রাশমিকা?
জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও পরোক্ষভাবে কি তাতে সমর্থন দিলেন নায়িকা? কৌতূহল জুটির অনুরাগীদের।