সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে বগুড়া শীর্ষে

জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে বগুড়া শীর্ষে

শেরপুর নিউজ ডেস্ক: এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া প্রথম স্থান দখল করেছে। এবার জেলায় মোট ৩৫ হাজার ৬৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮০৫জন কৃতকার্য হয়েছেন। যা শতকরায় ৮৯ দশমিক ১০ শতাংশ।

এছাড়াও কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫৭জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী শিক্ষাবোর্ডে শীর্ষে। ৪ হাজার ৪৪৫জন জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে রাজশাহী এবং ৪ হাজার ২১৫জন জিপিএ-৫ পেয়ে সিরাজগঞ্জ ৩য় স্থান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম।

এদিকে, বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে পাশ করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯জন মেয়ের মধ্যে পাশ করেছে ৯১ দশমিক ৫৯ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। এ প্রতিষ্ঠান থেকে এবার ২২৭জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের পরীক্ষাতেও জিলা স্কুল বগুড়ায় শীর্ষস্থান অর্জন করেছিল।

শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এই প্রতিষ্ঠানে ২৩৯জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ দশমিক ৩০ শতাংশ অর্থ্যাৎ ২২৩জন জিপিএ-৫ পেয়েছে।

৩য় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২জন বা ৯০ দশমিক ৯৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে।

এর পরের স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪জন পরীক্ষার্থীর মধ্যে ২১৫জন বা ৮৮ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে অন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো:

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৪৫০জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৬জন জিপিএ-৫, বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে ৩৮০ জনের মধ্যে ৩৩৯জন, বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ থেকে ৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬জনের জিপিএ-৫ , ইয়াকুবিয়া বালিকা উচ্চা বিদ্যালয়ের ২৪৯জন শিক্ষার্থীর মধ্যে ১৬৩জন জিপিএ-৫ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৩১৫জন পরীক্ষার্থীর মধ্যে ২০১জন জিপিএ-৫ পেয়েছে।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Contact Us