শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল ৫টার দিকে তাকে শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের একটি চাতালের পাশের্^ রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সুলতান (৩৮)। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা বস্তিপাড়া গ্রামের মৃত কুরানু আকন্দের ছেলে।
শেরপুর থানার এসআই শাহাদহ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিকট থেকে প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে দুই প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।