শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর প্রবেশমুখে আজ শনিবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ– উত্তরা, গাবতলী, নয়াবাজার এবং যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিরোধী দলটি। অন্যদিকে, গত রাতেই শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ওই চারটি প্রবেশমুখে সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারাও। তবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এই কারণে কোনো দলকেই কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেষ পর্যন্ত ঘোষিত কর্মসূচি পালনে অনড় বিএনপি। পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছে আওয়ামী লীগ।
মহাসমাবেশ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণার পর প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না বলে গতকাল রাতে জানায় ডিএমপি। যাতে বিএনপি নেতাকর্মীরা সেসব স্থানে জড়ো হতে না পারেন এজন্য গতকাল রাত থেকে সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া রায়টকার, জলকামান ও এপিসি প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল রাতে জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানীর সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কোনো রাজনৈতিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগ বিবেচনায় শনিবার অবস্থান কর্মসূচি পালনে কোনো রাজনৈতিক দলকেই অনুমতি দেয়নি ডিএমপি।
পুলিশের অনুমতির বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান জানান, কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন এই কর্মসূচি অবশ্যই পালন করা হবে যে কোনো মূল্যে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কর্মসূচির জন্য এরই মধ্যে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করব। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার।