শেরপুর নিউজ ডেস্ক: আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিমল দত্তের সভাপত্বিতে স্থানীয় ছাতিয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে বর্তমান সরকারের উন্নয়ন বার্তা জনগণের সামনে পৌছে দেওয়া ও বিএনপি নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড গোলাম ফারুক,সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, আব্দুল ওহাব,নাজমুল আলম খোকন, নজরুল ইসলাম ফকির প্রমুখ।সভায় খানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক আওয়ামীলীগের কর্মী উপস্থিত ছিলেন।