শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর পৌরশহরের ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের মহল্লা কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ উপলক্ষ্যে শহরের শ্রীরামপুরপাড়া শেরপুর মডেল স্কুল চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি বিপ্লব দত্ত।
পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেকের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সুজাউদদৌলা সুজা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, মানিক শেখ, শ্রম বিষয়ক সম্পাদক নাজমুল হক ললু ।
বক্তব্য রাখেন উপজেলা তাতীঁ লীগের সভাপতি শাহআলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম গফুর, শহিদুল ইসলাম প্রমুখ।
শেষে মো. শহিদুল ইসলামকে সভাপতি ও মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করে শ্রীরামপুর মহল্লা এবং শ্রী সুবল দত্তকে সভাপতি ও শ্রী তরুণ দত্তকে সাধারণ সম্পাদক করে পশ্চিম দত্তপাড়া মহল্লা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।