শেরপুর নিউজ: ২৫তম বিশ^ স্কাউট জাম্বুরীতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেছেন বগুড়ার শেরপুর উপজেলার তিন শিক্ষক।
তারা শনিবার (২৯ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
যারা জাম্বুরীতে অংশ নিচ্ছেন তারা হলেন শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলের সরকারি শিক্ষক ও বগুড়া জেলা স্কাউট লিডার মো. রহুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শেরপুর উপজেলা স্কাউট লিডার তাপস বসাক এবং শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটসের সহকারি কমিশনার (গার্লস ইন স্কাউট) শাহনাজ পারভীন।
তারা বিশ^ স্কাউট জাম্বুরীতে আইএসটি (ইন্টারন্যশানাল সার্ভিস টিম) এর সদস্য হিসাবে বাংলাদেশ কন্টিনজেন্ট এর সাথে যোগদান করছেন। আগামী ১ আগষ্ট থেকে ১২ আগষ্ট দক্ষিণ কোরিয়ার সায়ম্যানগেমে ২৫ তম বিশ^ স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে। এতে ১৬৭টি দেশের প্রায় ৫০ হাজার স্কাউট, রোভার এবং স্কাউট লিডারগণ উপস্থিত থাকবেন।