শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে মাকে হত্যার ঘটনায় তার ছেলে রাব্বি (২২) ও ছেলের বউ নুপুর (২০)কে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে র্যাব সদর দপ্তরের সহযোগিতায় র্যাব ১২ বগুড়া ও র্যাব ৪ নবীনগর ঢাকার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত রাব্বি ও তার স্ত্রী নুপুর বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়ার বাসিন্দা। রাব্বির বাবার নাম আসাদুল শেখ। রাব্বি তার মা মর্জিনা খাতুনকে হত্যা করে ধুনটে নিজ বাড়িতে ঘরের মেঝেতে পুঁতে রাখার কথা স্বীকার করেছে। পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে মর্জিনা খাতুন কে নির্মমভাবে হত্যা করে ঘরের মেঝেতে পুতে রাখে।
গত ২২ জুলাই ধুনটের চান্দারপাড়ায় বাড়ির ঘরের মেঝে খুঁড়ে পুলিশ মর্জিনা খাতুনের লাশ উদ্ধার করে। এর আগে পুতে রাখা লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মর্জিনার লাশ উদ্ধার করে।
এরপর এই হত্যাকাণ্ডের অভিযোগে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব সদস্যরা আসামিদের ধরতে এবং এই ক্লুলেস মামলা উদঘাটনে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এক পর্যায়ে র্যাবের জালে ধরা পড়ে মা মর্জিনা খাতুনকে হত্যাকারী ছেলে রাব্বি ও তার স্ত্রী নুপুর। আজ র্যাব ঢাকা আশুলিয়া সাবার থেকে তাদের গ্রেফতার করে।