শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে ১ ওভারে ৪৮ রান খরচ করেছেন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাই।
টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারে এর আগে আইপিএলে ৩৭ রান করে করেন ক্রিস গেইল ও রবিন্দ্র জাদেজা।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে (৩৬) দুইবার। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথম ৬ ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ার ১ ওভারে ছয়টি ছক্কা হাঁকান উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড।
শনিবার জাজাইয়ের বলে তাণ্ডব চালান শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল।
ওই ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন।
ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলীয় রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই, সেই বলে ছক্কা হাঁকান সাদিকুল্লাহ।
জাজাই পরের বলটি করেন ওয়াইড, কিপার ধরতে না পারায় অতিরিক্ত আরও ৪ রান। ফলে কোনো বৈধ বল করার আগেই ১২ রান দেন এই স্পিনার। এর পরের ৬ বলে ৬টি ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। ওই ওভারে ৪৮ রান সংগ্রহ করে শাহিন হান্টারস।
আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত আফগানিস্তানের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা সাদিকুল্লাহ।