শেরপুর নিউজ ডেস্ক: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। এ আসনের ১৫৬টি ভোট কেন্দ্রের ভোট গনণা শেষে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।
নগরীরর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রবিবার (৩০ জুলাই) রাত সোয়া ৮ টায় ১৫৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৬৯৯ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৬৯ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১২২৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৫৭৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ৪৭৭ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ৩৬৪ ভোট।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন ও আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে অল্প সময়ের মধ্যে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে কোনও সমস্যা হয়নি বলেও জানিয়েছেন তারা। ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
এ দিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। নগরীর ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনের ১৫৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।