শেরপুর নিউজ ডেস্ক: গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন কালে পুলিশের সাথে সংঘষের্র মামলায় ২ শতাধিক বিএনপি নেতা কর্মী জামিন লাভ করেছে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, তৈহিদুল ইসলাম মামুন, মুহিত তালুকদার, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানসহ ৩ মামলার ২ শতাধিক নেতাকর্মি রোববার (৩০ জুলাই) হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করে।
জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম জানান, ১৮ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দেয় এবং বিএনপির নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর বিএনপির ২ শতাধিক নেতাকর্মী হাইকোর্ট থেকে রোববার ৬ সপ্তাহের আগাম জামিল লাভ করেন। আগামী ৬ সপ্তাহের মধ্যে নেতাকর্মিদের।