শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তার নাম মো: শুভ মিয়া। সোমবার (৩১ জুলাই) সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলার কুসুম্বী-মুরাদপুর আঞ্চলিক সড়কের চন্ডেশ্বর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের জয়নাল আবেদীন জয়ের ছেলে।
নিহত শিশুর মা সুমি আক্তার জানান, শুভ রাস্তার পাশে খেলা করছিল। এ সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলটিসহ চালক একই ইউনিয়নের আকরামপুর গ্রামের মাশরাফি আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত শিশুটির উদ্ধার পূর্বক আইনি অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।