সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আর ৮ অক্টোবর শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় গতকাল সোমবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩১ জুলাই) সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে অফিস নীতিমালা জারি হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাস বরে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

Check Also

পাঠ্যবই বিতরণে লেজেগোবরে অবস্থা

  শেরপুর নিউজ ডেস্ক : পাঠ্যবই বিতরণে লেজেগোবরে অবস্থা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 6 =

Contact Us