শেরপুর নিউজ ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩১জুলাই) বিকেলে স্থানীয় একটি বিদ্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাইদ শেখ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ হাসান সুমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খালেদ মোশাররফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদাত হোসেন টুকু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান সোহান।
কর্মীসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জামান সজল। কর্মীসভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি দ্রæততম সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।