ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ওরফে হিমেলকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৫ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামী। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছেন।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরের পর ধুনট উপজেলার কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৯ জুলাই বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক পত্রে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় ফারুককে দল থেকে বহিস্কারের ঘোষনা দিয়েছেন। অপর পত্রে উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহম্মেদ ওরফে হিমেল ধুনট পৌর এলাকার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল হোসেনের ছেলে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪টি মামলা দায়ের হয়।
থানা পুলিশ বেশ কয়েক বার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২০২১ সালের ১৬ মার্চ তিনি ধুনট পৌর কৃষক লীগের আহবায়কের পদ বাগিয়ে নেন। এক পর্যায়ে ২০২২ সালের ১২ মার্চ তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনোনিত হন।
এ অবস্থায় ২০১৫ সালের ৩ জুন বগুড়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা একটি মামলায় প্রায় ৬ মাস আগে ফারুকের বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। কিন্ত রায় ঘোষনার দিন তিনি আদলতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদলত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এ অবস্থায় ১৭ জুলাই তিনি স্বেচ্ছায় বগুড়া আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে আটক থাকানায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু বলেন, দলীয় শৃংখল ভঙ্গ করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।