শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে মো. সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্র্বৃত্তরা।
গত মঙ্গলবার (১ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার টাউনকলোনী দাড়কিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি কুসুম্বী ইউনিয়নের দাড়কিপাড়া গ্রামের মৃত শুকুর আলী প্রামাণিকের ছেলে এবং নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দাড়কীপাড়া জামে মসজিদ কমিটির সাথে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় অভিযোগও করা হয়েছিল।
পুর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা সাইফুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।