শেরপুর নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তিন যুগ পর শিরোপা ঘরে তোলেছিল লিওনেল মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা। নারী বিশ্বকাপে তাই আর্জেন্টিনার ম্যাচের প্রতি আলাদা আকর্ষণ থাকে ফুটবলপ্রেমীদের।
তবে সেই আকর্ষণে পানি ঢালে আর্জেন্টাইন নারীদের ছন্দহীনতা। যার কারণে তাদের বিপক্ষে বুধবার (২ আগস্ট) অনায়াসে ২-০ ব্যবধানে জয় তোলে নেয় সুইডেন। এ হারের পর গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে আকাশী-সাদারা।
আরেকদিকে জ্যামাইকার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে নামে বিশ্বকাপের আরেক ফেভারিট দল ব্রাজিল। তারা বুধবার ম্যাচে জিততে পারলেই কেবল বিশ্বকাপে টিকতে পারতো। কয়েকটি ভালো আক্রমণ করেও তারা শেষপর্যন্ত গোলশূণ্য সমতা নিয়ে মাঠ ছাড়ে। তাই নক আউট পর্বে পা রেখেছে জ্যামাইকা এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল।
জি গ্রুপের শীর্ষে থাকা দল সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে খেলতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আর্জেন্টাইন নারীরা। ২-০ ব্যবধানে হারার পর ৩ ম্যাচে ২টি হার ও একটি সমতায় তাদের পয়েন্ট মাত্র ১। এর মধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টেবিলের চারে থাকা আর্জেন্টিনা। আর তাদের বিপক্ষে জয় ছিনিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’এর শীর্ষে আছে সুইডেন। বুধবারের জয়ের মধ্য দিয়েই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করেছে। কেননা, টেবিলের দুইয়ে থাকা রাশিয়ার পয়েন্ট তিন ম্যাচে ৪।
ম্যাচের শুরু থেকে হাড্ডহাড্ডি লড়াই চালায় আর্জেন্টিনা এবং সুইডেনের নারী ফুটবলাররা। তবে প্রথমার্ধের শেষ দিকে দুই দলের খেলা গড়ায় মাঝমাঠে। যার কারণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর মাঠে নেমে আক্রমণাত্মক হয়ে উঠে সুইডেন। তার বিপরীতে রক্ষণভাগে ভোগতে থাকে আর্জেন্টাইনরা। একের পর এক আক্রমণের সুবাদে ৬৬ মিনিটে ব্লোবকোভিস্টের গোলে লিড নেয় সুইডেন।
এরপর কয়েকবার চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি আকাশী-সাদা জার্সিধারীরা। বরং ম্যাচের ৯০ মিনিটে তারা পেনাল্টি থেকে আরেকটি গোল হজম করে। যার মধ্য দিয়ে ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন। এই পরাজয়ের মধ্য দিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ তেকে ছিটকে গেছে আর্জেন্টিনার নারী ফুটবল দল।
এফ গ্রুপের ম্যাচে কঠিন সমকরণে খেলতে নেমে শেষ পর্যন্ত রক্ষা হয়নি লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিলের। তারা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা দেখায়। তবে জ্যামাইকার গোলরক্ষককে তারা একবারো পরাস্ত করতে পারেনি। প্রথমার্ধ থেকে শুরু করে ম্যাচের শেষ সময় পর্যন্ত তারা ১৬টি শট নিয়েছে। তবে জ্যামাইকা গোলরক্ষকের নৈপূণ্যে একবারও জালের দেখা পাননি ব্রাজিলিয়ানরা। যার কারণে হতাশা নিয়েই তাদের বিদায় জানাতে হয়েছে এবারের বিশ্বকাপকে।
একই গ্রুপে শক্তির বিবেচনায় শীর্ষে ছিল ফরাসি নারীরা। আগের তিন ম্যাচে ২ জয় এবং একটি সমতায় তারা ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছিল। গতকাল টেবিলের চারে থাকা দুর্বল প্রতিপক্ষ পানামার বিপক্ষে খেলতে নেমে তারা প্রথম থেকেই দাপট দেখানো শুরু করে। যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নিয়েছিল পানামা। দলটির মধ্যমাঠের খেলোয়াড় মার্তা কক্সের পা থেকে একটি গোল আসলে তারা ম্যাচে আধিপত্য বিস্তারের ইঙ্গিত দেয়।
পরের মুহুর্ত থেকেই তাদের কোণঠাসা করতে শুরু করে ফরাসি নারীরা। একের পর এক আক্রমণ করে তারা পানামার রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকে। টানা কয়েকটি আক্রমণ ঠিকঠাক মোকাবেলা করতে পারলেও ২১তম মিনিটে তারা হার মানতে বাধ্য হয়। রক্ষণভাগের খেলোয়াড় মেইলি লর্কারের গোল থেকে সমতায় ফেরে ফ্রান্স।
এরপর তারা আরো আক্রমণাত্মক হয়ে উঠে। যার সুবাদে ২৮ মিনিটেই আরেকটি গোল পেয়ে ম্যাচের লিড নেয় দলটি। গোলটি করেন দিয়ানি। এরপর ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান এই ফুটবলার। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিট আরেকটি গোল করেন লে গ্যারেস। যার মধ্য দিয়ে ৪-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।