শেরপুর নিউজ ডেস্ক: কলকাতায় সিনেমায় বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের কাজ করা এখন অনেকটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাকি ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মনি।
এবার সেই তালিকায় তারও নাম উঠতে যাচ্ছে। আর এ তথ্যটি পরী মনি নিজেই জানিয়েছেন।
সিনেমার বিস্তারিত কিছু না জানালেও আনন্দবাজার পত্রিকাকে তিনি জানান, ছেলে রাজ্যর জন্মদিন পালন করেই উড়াল দেবেন কলকাতায়।
পরী বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
আগামী ১০ অগাস্ট এক বছরে পা দেবে রাজ্য। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসবেন পরী মনি।
সম্প্রতি কলকাতা এসেছিলেন পরীর স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তাঁর ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।