শেরপুর নিউজ ডেস্ক: ‘হামার বৌমাক অনেক দিন দেকোং নাই। সেই জন্নে সভার আগের দিন দৌড়ি আচ্চু। তাক একনা চোকের দেখা দেকিম সেইবাদে। তয় এত ম্যানুষ!’ রংপুরের আঞ্চলিক ভাষায় এভাবেই নিজের অনুভূতি জানান মিঠাপুকুর থেকে আসা জাভেদ আলী। তিনি বলেন, ‘আমি ওয়ার্ড কমিটির সামান্য নেতা। তবু বুকে সাহস পাই, মনে আনন্দ পাই এই ভেবে যে, আমাদের পুত্রবধূ (বৌমা) দেশের প্রধানমন্ত্রী। তিনি পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে অনেক এগিয়ে নিয়েছেন। অভাবকে হারিয়ে দিয়ে আমরা সাফল্যের পথে হাঁটছি।’
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে এসেছেন ইলিয়াস হোসেন। তিনি লাল-সবুজ পাঞ্জাবি পরে বুকে ঝুলিয়েছেন সাদা ফেস্টুন। তাতে লেখা– ‘শেখ হাসিনার নীতি, উন্নয়ন অগ্রগতি আর শান্তি’। ইলিয়াসের মাথায় লাগানো কাঠের নৌকা। নৌকার ছইয়ে বাংলাদেশের পতাকা আঁকা।
নিচে লেখা– ‘নৌকা মার্কায় ভোট দিন’। ইলিয়াস বলেন, ‘আমি আওয়ামী লীগের ভক্ত। হৃদয় থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসি। এ জন্য চার দিন আগে রংপুরে ছুটে এসেছি। আমার এই বিশেষ পোশাক ও নৌকার প্রচারণা সাধারণ মানুষকে আকৃষ্ট করছে।’
গতকাল বুধবার ‘পীরগঞ্জের পুত্রবধূ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসেন। ‘বধূবরণ’-এর আয়োজনে কোনো কমতি ছিল না। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে পুরো নগরে। ভোর থেকে মিছিলে মিছিলে একাকার ছিল রংপুর। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে যায় রাস্তাঘাট। বৈদ্যুতিক পিলার, ল্যাম্পপোস্ট, দেয়াল, গাছ– কোথাও ছিল না ফাঁকা । মহাসমাবেশস্থল ছাড়াও বাংলাদেশ ব্যাংক মোড়, জিলা স্কুল মোড়, ডাকঘর মোড়, সুরভি উদ্যান মোড়, পুলিশ লাইন্স মোড়, সিটি বাজারসহ বিভিন্ন পয়েন্টে মাইক লাগানো হয়। এসব জায়গায় দাঁড়িয়েও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
ভ্যানচালক নিজাম পঞ্চগড় থেকে বিশেষ কায়দায় স্ট্যান্ড বানিয়ে নৌকা মাথায় নিয়ে মহাসমাবেশে আসেন। তিনি মিউজিক বানিয়ে সড়কে ঘুরে ঘুরে গান করছেন। গানের কথাগুলো সাজানো বাংলাদেশের উন্নয়ন ও রূপকার শেখ হাসিনাকে নিয়ে। তাঁর অসাধারণ কণ্ঠ মুগ্ধ করে নেতাকর্মীর। আঞ্চলিক ভাষায় নিজাম বলেন, ‘মুই গরিব নোক। দলক ভালোবাসু। শেখ মুজিবুরক ভালোবাসু। উন্নয়নের প্রতীক শেখ হাসিনাক মুই বুকত রাইখছু। মুই বাংলাদেশের পইত্তেক প্রান্তত প্রধানমন্ত্রীর পইত্তেক জনসভাত যাও। তাক ভালোবাসিয়া উন্নয়নের গান শুনাও মানষিক।’
পীরগাছার সাবেদ আলী বিশেষভাবে তৈরি উঁচু দোতলা সাইকেলের ওপর স্থাপন করেছেন নৌকা। এই সাইকেল চালিয়ে তিনি বাড়ি থেকে রংপুর জিলা স্কুল মাঠে এসেছেন। নৌকার সঙ্গে লিখেছেন ‘প্রধানমন্ত্রীকে আগমনে শুভেচ্ছা বার্তা’। আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘নেত্রী হামার এ্যাটে থাকার ব্যাটার বউ। তাঁর জন্য হামরা সউগ কিছু বিলি দিবার পারি। দ্যাশের মানুষোক উন্নয়ন চাইলে ফির নৌকাত ভোট দিবার নাগবে।’
এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিলের ভিড়ে সমাবেশস্থলে দেখা যায় শারীরিক প্রতিবন্ধী নাহিদ হাসানকে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তিনি হুইলচেয়ারে চেপে গঙ্গাচড়া থেকে এসেছেন। ছোট ভাই রাসেল ইসলাম তাঁর পথপ্রদর্শক। নাহিদ হাসান সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে রংপুরে আসেন।
মঙ্গলবার মধ্যরাত থেকেই রংপুর মহানগরীতে মানুষের ঢল থেকে ভেসে আসে ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান। সকাল ৮টা থেকে সমাবেশস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে দূরদূরান্ত থেকে নানা রঙের টি-শার্ট ও ক্যাপ পরে নেতাকর্মী আসতে থাকেন। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় চেপে দলে দলে নেতাকর্মী আসেন জিলা স্কুলের দিকে। জায়গা না হওয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে ঢুকতে পারেননি অনেক মানুষ। এ কারণে নগরীর একাধিক স্থানে লাগানো হয় বিশাল প্রজেক্টরের স্ক্রিন।
রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি। ২১ পয়েন্টে ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। বসানো হয় এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। জিলা স্কুল মাঠে প্রবেশ করার আগে বাঁশের তোরণ বানিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। এক এক করে সেই বেষ্টনী অতিক্রম করতে অনেক সময় লেগে যায়। সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, একটু সমস্যা হলেও নিরাপত্তার বিষয়টি ভাবতে হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সমাবেশে এসেছেন গফুর মিয়া, জয়নাল আবেদিন, আবদুল আলিমসহ কয়েক যুবক। তারা বলেন, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে আমরা মঙ্গলবার মধ্যরাতে ট্রাকে করে সমাবেশস্থলে এসেছি।
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, রংপুরের পুত্রবধূ শেখ হাসিনাকে দেখে আমরা উচ্ছ্বসিত। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, প্রধানমন্ত্রীর রংপুর সফর এবং এই সমাবেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিলেন, সে অনুযায়ী এখন আমরা মাঠে কাজ করব।
আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরসহ পুরো বিভাগে উৎসবের আমেজ ছিল। দল-মত নির্বিশেষে পুরো নগরী লোকে লোকারণ্য হয়ে যায়। আমরা যেভাবে আশা করেছিলাম, তার চেয়েও বেশি সাড়া পেয়েছি।
প্রসঙ্গত, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মধ্য দিয়ে বদলে যেতে থাকে রংপুর অঞ্চল। সর্বশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছিলেন। এবারের মহাসমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।