শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর পৌরসভার বাজেট অনুষ্ঠানে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন পৌর মেয়র জানে আলম খোকা। এসময় তিনি নানা অব্যবস্থাপনার জন্য নিজেই দু:খপ্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের হবে না বলে আশা প্রকাশ করেন।
জানা গেছে, জুলাই মাসে অর্থবছরের শুরু হলেও বৃহস্পতিবার (৩ আগষ্ট) বেলা ১১টায় পৌরসভা হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেরপুর পৌরশহরের সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে দাওয়াত না দেয়ায় সাংবাদিকেরা অনুষ্ঠানের শুরুতেই ক্ষোভ প্রকাশ করেন।
বাজেট বক্তৃতার শুরুতেই পৌর মেয়র জানে আলম খোকা এজন্য দু:খ প্রকাশ করেন।
কিন্তু পরবর্তীতে মুক্তআলোচনায় অংশ নিয়ে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক প্রকাশক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক,শেরপুর উপজেলা প্রেসক্লাবের দীপক কুমার সরকার, সৌরভা অধিকারী শুভসহ অন্যান্য সাংবাদিকেরা পৌরসভার বাজেট অনুষ্ঠান আয়োজনে অসঙ্গতিসহ পৌরসভার নানা অসুবিধা ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন।
শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক বলেন, ইতোপুর্বে শেরপুর পৌরসভার বাজেট অনুষ্ঠানে সাংবাদিকসহ সাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করা হতো। এবার জনসাধারণকে জানানো হয়নি। গুটিকয়েক সাংবাদিককে নামমাত্র কার্ড দেয়া হয়েছে। সাংবাদিকসংগঠনগুলোকে জানানো হয়নি। সাংবাদিকদের সঠিকভাবে আমন্ত্রণ না জানিয়ে অপমান করা হয়েছে।
তাছাড়া বাজেট বক্তৃতায় ভুল তথ্য উপস্থাপন, পৌরসভার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার দুরাবস্থা, বিকাল বাজার কিচেন মার্কেট ভাড়া না দেয়াসহ নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন সাংবাদিকেরা।
জবাবে পৌর মেয়র জানে আলম খোকা বলেন, তাড়াহুড়ো করে বাজেটের আয়োজন করা হয়েছে। তাছাড়া আমাদের আভ্যন্তরীন সমস্যাও ছিলো। আসলে জনসাধারণকে নিয়ে উন্মুক্ত বাজেটের আয়োজন করা উচিত ছিলো।
তাছাড়া পৌরসভার বেশ কিছু উন্নয়নমুলক কাজ হাতে নেয়া হয়েছে। আশাকরি সমস্যাগুলো ভবিষ্যতে থাকবে না।