শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বিষয়টি নিয়ে সব মহলেই চলছে নানান আলোচনা। আর সেই কেন্দ্রবিন্দুতে রয়েছেন তামিম। কিন্তু তার স্থলাভিষিক্ত হবেন কে- বিষয়টি নিয়ে ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এখনো কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি।
সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক কে হচ্ছেন- সাংবাদিকের এমন প্রশ্নে পাপন বলেন, অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হত। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো, এটা এখনো বলা যাচ্ছে না, এটা দুই-একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।
তবে আগামী চার-পাঁচদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম আসার আশ্বাস দিয়েছেন পাপন। তিনি বলেন, তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী চার-পাঁচদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।