শেরপুর নিউজ: অপহরণ মামলায় আদালতের ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর বগুড়া সিপিসি-৩ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ আগষ্ট) র্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. আব্দুল খালেক (৪০)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
তার বিরুদ্ধে ও কয়েক আসামীর বিরুদ্ধে ২০০৫ সালে প্রতিবেশী এক নারীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলার রায়ে ২০১৩ সালে ওই ব্যক্তির ১৪ বছরের জেল হয়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে গার্মেন্টসে চাকুরী করতো এবং আত্মগোপন করেছিলো।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সোর্পদ করা হবে বলে তিনি জানান।