ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগ সীমাবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার ( ৪ আগষ্ট) বিকালে সীমাবাড়ী এস আর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দরিদ্র দেশকে একটি মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক,সহ- সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সভাপতি গৌর দাস রায় চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর রহমান আকন্দ।
সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম কামাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোমিনুল খন্দকার আলাল, পি এম আলাউদ্দিন আলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল পাশা প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু,জব্বারুল মনির জামালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।