ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ আগষ্ট ) সকাল ১০ টায় উপজেলা মুক্তমঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র প্রমুখ।