শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৫আগষ্ট) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ^রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজ আহম্মেদ (৪০) বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
ফিরোজ আহম্মেদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পুর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং রামেশ^রপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় জামাত নেতা আব্দুর করিমের নিদের্শে কয়েকজন ফিরোজের উপর হামলা চালায়। এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে দেয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার পায়ের অস্ত্রোপচার করা হয়েছে।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি জানান, আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।