শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। জেলা পুলিশ আয়োজিত জাতীয় শোক দিবসের উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ৭টি বিষয়ে ২৪টি উপবিভাগে জেলার ১২ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহন করেছে। প্রতিযোগিতার বিষয়গুলো হলো, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, রচনা, চিত্রাংকন, গ্রন্থপাঠ, কুইজ, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি।
শনিবার (৫ আগষ্ট) প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণার পর পুলিশ সুপার সুদীপ কুমার বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমাদের আত্মপরিচয় সৃষ্টি হয়েছে জাতি হিসেবে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর হাতধরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার জন্য আত্মনিয়োগ করেছিলেন।
শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হয়ে উঠার আহবান জানিয়ে বলেন, তোমরা আজ সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছো। সঠিক ইতিহাস জানতে হবে, তাহলেই দেশ সেবায় আত্মনিয়োগ করা সহজ হবে। একজন স্মার্ট নাগরিক সবার আগে তার দেশপ্রেমের কথা ভাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় স্মার্ট নাগরিকরা থাকবে সামনের সারিতে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার ঘোষণা দিয়েছেন। আগামীতে বাংলাদেশের সেই স্মার্ট নাগরিকের দায়িত্ব পালন করবে আজকের এই শিক্ষার্থীরা। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
উপস্থিত বক্তৃতা ও গ্রন্থপাঠ প্রতিযোগীতার পরিদর্শনকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার শ্যামলী ও আসিফা, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এবার প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থীকে পরিবেশবান্ধব একটি করে গাছ ও সনদ পত্র প্রদান করা হবে। আগামী ১৬ আগষ্ট জাতীয় শোক দিবসে প্রতিষ্ঠান মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে।