শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল সুস্মিতা সেন ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ের মুখোমুখি হয়েছেন।
তার জীবনে একাধিক বার প্রেম এসেছে তবে কখনও বিয়ের পিঁড়িতে বসেননি। নিজের মতো জীবনযাপন করেছেন।
দত্তক নিয়েছেন দুই মেয়েকে। এবার ৪৭ বছর বয়সী সুম্মিতা জানালেন তিনি এখনো ‘অবিবাহিত’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর আনন্দবাজারের।
সুস্মিতা সেন, সম্পর্কের নিরিখে খবরের শিরোনামে সর্বাধিক ঝড় তুলেছিলেন তিনি ২০২২ সালে, যখন ললিত মোদির সঙ্গে ভাইরাল হয়েছিল তাঁর ছবি। ললিত মোদী সুস্মিতা সেনের সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পার্টনার’ বলে দাবি করেছিলেন।
সুস্মিতা সেনের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ‘গোল্ড ডিগার’ ট্যাগ। অর্থাৎ তাঁকে লোভি তকমা দেয়া হয়েছিল। যা মেনে নিতে নারাজ ছিলেন খোদ সুস্মিতা সেন। ঠিক সেই সময়ই এক দীর্ঘ নোট লিখেছিলেন সুস্মিতা, দিয়েছিলেন ট্রোলারদের সপাট জবাব।
সম্প্রতিতে সেই সর্মেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুস্মিতা সেন।
সাক্ষাৎকারে নিন্দুকদের কড়া জবাব দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এটা ভাল লাগে যে ‘গোল্ড ডিগার’ শব্দের যথার্থ ব্যবহার আমাকে দিয়ে করা হয়েছে।’
তিনি বলেন, ‘অপমান তখনই অপমান হয়, যখন তা গ্রহণ করা হয়। নয়তো এটা জানলা দিয়ে বেরিয়ে যাবে। কিছু বিষয়ে কথা বলার জন্য অধিকার কারও নেই। আমি এখন ভীষণ ভাবে ‘সিঙ্গেল’।’
ললিত মোদীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সুস্মিতা বলেন, ‘যখন এই বিষয়টা নিয়ে সত্যি আমি কথা বলতে চাইলাম, এক দীর্ঘ পোস্টও করলাম, তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বললেন, ‘সুস্মিতা তো এমন নয়! আমরা তোমাকে চিনি, তোমার এই বিষয়টি কিছু ইবলারই প্রয়োজন ছিল না।’ আমি তো এমনভাবে বেড়ে উঠিনি যে কোনও সমস্যা হলেই সব উগরে দেব। আমি সময় নিয়ে বোঝার চেষ্টা করি।