শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহম্মেদের উপর হামলার ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ^রপুর গ্রামের আব্দুর করিমের ছেলে আবিদুর রহমান (৩০) ও তার ভাই ওমর ফারুক (২৮)।
শনিবার (৫ আগষ্ট) রাতের তাদের পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, হামলার ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।