শেরপুর নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় এ উপলক্ষ্যে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহেদুজ্জামান দুলালু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক, উপজেলা কৃষকলীগের সভাপতি এমএ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, মমিনুল ইসলাম আলাল প্রমুখ।
শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।