শেরপুর নিউজ ডেস্ক: চতুর্থ পর্যায়ে ২য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বগুড়ায় সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গত ২২ মার্চ চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ১ হাজার ৩৩০ পরিবারকে ঘর দেয়ার পর বুধবার ২য় ধাপে ৮২টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত হলো।
বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর বগুড়া সদর উপজেলার সুবিধাভোগীদের মাঝে চাবী ও দলিল হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক কমান্ডার মো. রুহুল আমিন বাবলু।
আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বগুড়া সদর উপজেলার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।