সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বঙ্গমাতা বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন- মজিবর রহমান মজনু

বঙ্গমাতা বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন- মজিবর রহমান মজনু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে “বাংলার মাতা, বাংলাদেশের নেতা” শীর্ষক ছাত্রী সমাবেশ বুধবার ( ৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ছাত্রী সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে প্রায় ১৪ বছর জেলে ছিলেন। তার এই দুঃসময়ে বঙ্গমাতা এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এই মহীয়সী নারী জীবনের কথা ভাবেন নি, বঙ্গবন্ধুর সহযাত্রী হয়ে বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন। বঙ্গমাতার অবদানের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার লিখিত বইতে বারবার উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে ছায়ার মত পাশে থেকেছেন বঙ্গমাতা। বঙ্গমাতা কখনো সক্রিয়ভাবে রাজনীতি করেননি, কিন্তু বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে যে রাজনীতির তিনি করেছেন নারী সমাজের জন্য অনুকরণীয়। দুঃসময় নেতা কর্মীদের সঙ্গে থাকা এবং নেতা কর্মীদের একত্রিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রয়েছে মহীয়সী এই নারীর। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সফলতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বঙ্গমাতা। এখন দেশের উন্নয়নে হাল ধরেছেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা। দেশের উন্নয়নই এখন যার ধ্যানজ্ঞান। এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী মুক্তির সকল পথ উন্মোচন করেছেন শেখ হাসিনা। সমাজের সকল ক্ষেত্রে এখন নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তাই শেখ হাসিনার জয়গান নারীদের গাইতে হবে।

ছাত্রী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেছেন, বঙ্গমাতা গহনা বিক্রি করা টাকায় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের পরিবারকে সাহায্য করেছেন। বিদেশ থেকে বঙ্গবন্ধু ফ্রিজ নিয়ে এসেছিলেন। ঘরের সেই নতুন ফ্রিজ বিক্রি করে নেতাকর্মীদের সহায়তা করেছেন। তিনি বঙ্গবন্ধুর কাছে জেলখানায় সকল খবর পাঠাতেন এবং বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসারে তিনি পরবর্তী কর্মসূচি পালন করতেন। বঙ্গমাতার জীবনীতে শুধু বঙ্গবন্ধুকে এদেশের মানুষের সেবার জন্য পাশে থেকেছেন। নারীদের মুক্তির পথ ও পুরুষের পাশে নারীর অবদান তা বঙ্গমাতার জীবনী দেখলে বোঝা যায়। দেশের মানুষ আজ বঙ্গমাতা সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারছে। একসময় তা লুকিয়ে রাখা হয়েছিল।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় ছাত্রী সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন।

ছাত্রী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম রত্না, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রোকেয়া হল শাখা ছাত্রলীগের মেহেরুন্নেসা ইতি। ছাত্রী সমাবেশে সরকারি আজিজুল হক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, আইএইচটি ইনস্টিটিউট, সরকারি শাহ সুলতান কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় ৪ আগস্ট নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us