শেরপুর নিউজ: কয়েক দিন বিরতির পর ফের রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা। অন্যদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মহানগরীতে ‘সতর্ক অবস্থানে’ থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অবশ্য গত কয়েকবারের মতো আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি না থাকলেও ১৪ দলের ব্যানারে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে আবারও কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে সহিংস ঘটনার পর আন্দোলনের কর্মসূচিতে কিছুটা ছন্দপতন ঘটে বিএনপির। ওই কর্মসূচিতে সমন্বয়হীনতায় লোকসমাগম কম হওয়ায় দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছেন দলটির হাইকমান্ড। ওই ঘটনার পর আজ প্রথম যুগপৎ কর্মসূচি নিয়ে রাজপথে নামছে বিএনপি। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে দুটি গণমিছিল করবে তারা। দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হবে। বিএনপির মিত্র দল ও জোটগুলোও আলাদাভাবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণমিছিলের কর্মসূচি পালন করবে।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে সকাল থেকেই সতর্ক অবস্থান কর্মসূচি পালিত হবে গোটা ঢাকা মহানগরীতে। মহানগরীর দুই অংশের সব থানা, ওয়ার্ড ও ইউনিটে অবস্থিত দলীয় কার্যালয়গুলোর সামনে সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে আজ বিকেল ৪টায় রাজধানীর উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এমপিসহ জাতীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
দু’দলের আজকের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক থাকবে পুলিশ। এর আগে রাজধানীর প্রবেশমুখগুলোয় বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনা ঘটায় এবার সব ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখবে তারা। শহরের বিভিন্ন পয়েন্টে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে। বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কেউ গুজব ছড়াতে না পারে, সে ব্যাপারে কাজ করবে পুলিশের সাইবার টিম। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জলকামান, এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার), প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হবে।