শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বাসস্ট্যন্ডে ফুটওভার ব্রিজের দাবিতে শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড।
শুক্রবার (১১ আগষ্ট) সকালে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে সচেতনতা ভিত্তিক দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর আয়োজনে এই কর্মসুচী পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেভ দ্য রোড বগুড়া শাখার আহ্বায়ক ওয়াজেদ সরকার রানা, শেরপুর সেভ দ্য রোড-এর আহ্বায়ক মজনু শেখ, স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মাদ হোসেন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম শেখ। এ সময় প্রধান বক্তার বক্তব্যে সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা বলেন, আমি লন্ডনে উচ্চ শিক্ষায় গিয়েছি, সেখানে দেখেছি প্রতিটি জনপ্রতিনিধি সাধারন মানুষের জন্য অন্তপ্রাণ থাকেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে জনগণের জান মাল হেফাজত করে, অথচ স্মার্ট বাংলাদেশের পরিকল্পনায় অগ্রসর এই সরকারের শাসন আমলে মির্জাপুর এর হাজার হাজার মানুষ একটা ফুটওভার ব্রিজের অভাবে দূর্ঘটনাপ্রবণ রাস্তা পার হচ্ছে। যা সত্যিকার্থেই আমাদের জন্য দুঃখজনক। আমরা অনতিবিলম্বেই শেরপুরের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভার ব্রিজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি।