শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ আহমদের ওপর সন্ত্রাসী হামলা ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করা হয়েছে।
শুক্রবার (১১আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় রামেশ^রপুর বাজার প্রাঙণে এই সভার আয়োজন করা হয়।
গাড়ীদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রুবেল। প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবকলীগের নেতা উজ্জল সরকার, মোজাম্মেল হক মোজাম, আমিনুল ইসলাম রনি, সিএ আরিফুল ইসলাম আরিফ, রফিকুল ইসলাম ও আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভাই হাফিজুর রহমান।
সভায় বক্তারা গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমদের ওপর হামলা ও তার পায়ের রগ কেটে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের আগামি ২৪ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন। এমনকি হামলাকারী জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেন তারা।