শেরপুর নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ৩টি শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বোমা, অস্ত্র ও নগদ টাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন হিল সাইড’।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত আটটার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে- কুলাউড়ায় আস্তানা তৈরি করা ‘জঙ্গিরা’ ‘ইমাম মাহদির কাফেলা’ নামক সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।