Home / রাজনীতি / আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ

শেরপুর নিউজ ডেস্ক: আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনের আগে হতে যাওয়া ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের করনীয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো।

জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের জন্য ৯টি অ্যাজেন্ডা ঠিক করা হয়েছে। এগুলো হলো- শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ। এ ছাড়া বৈঠকে একগুচ্ছ নির্বাচনী দিকনির্দেশনা দিতে পারেন দলীয়প্রধান শেখ হাসিনা।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে সামনে রেখে দলের সম্পাদকমন্ডলীর এক সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় না। দলের নির্বাহী কমিটির বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এ ছাড়া দেশের সমকালীন রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, সভায় দেশের জেলা ও উপজেলায় দলের কর্মসূচি ঠিক করা হবে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার চলমান যে বৈঠক সেখানে আগামীতে কোন কোন জেলাকে অগ্রাধিকার দেয়া হবে তাও ঠিক হবে এ বৈঠকে।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এবারের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির বৈঠকে বড় অংশ জুড়ে আলোচনায় থাকবে আগামী নির্বাচন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে যা যা করনীয় সে প্রসঙ্গগুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতির ছাড়াও এ সভায় নির্বাচনের আগে দলের প্রচার নিয়েও আলোচনা হবে।

Check Also

নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =

Contact Us