সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নরম’ কর্মসূচিতেই মাঠ গরম রাখবে বিএনপি

নরম’ কর্মসূচিতেই মাঠ গরম রাখবে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের দাবিতে এখন একদফার আন্দোলনে রয়েছে বিএনপি। আগামী দু’একদিনের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করবে দলটি। সেখানে কী ধরনের কর্মসূচি আসছে।

বিএনপি নেতারা বলছেন, আগামী দুই সপ্তাহ নরম কর্মসূচিতেই মাঠ গরম রাখতে চান। এতে সমাবেশ ছাড়াও গণমিছিল, অনশন এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবস্থান কর্মসূচি থাকতে পারে। অর্থাৎ গণভবন, বঙ্গভবন, সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

সামনের দিনে কী ধরনের কর্মসূচি আসছে? জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তো এখন একদফার আন্দোলনে আছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব। আপাতত আমরা সমাবেশ, গণমিছিল, অবস্থান কর্মসূচি, অনশনসহ এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই আমরা ভাবছি।’

চাইলে নির্বাচনে আসবেন, না হয় মন যা চায় তা করেন: বিএনপিকে কাদেরচাইলে নির্বাচনে আসবেন, না হয় মন যা চায় তা করেন: বিএনপিকে কাদের
সামনের দিনে আন্দোলনের কর্মসূচি নিয়ে সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে কর্মসূচির ব্যাপারে প্রস্তাবনা নিয়েছে দলটি। সমমনা দলগুলো থেকে কী ধরনের প্রস্তাবনা এসেছে? জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সমমনা দলগুলো থেকে যে প্রস্তাবনা এসেছে, সেগুলোর সঙ্গে আমাদের কর্মসূচির সমন্বয়ের কাজ চলছে। তবে এটা বলা যায়, এখন আমাদের কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। বিশেষ করে যেসব জায়গা থেকে ক্ষমতা পরিচালিত হয়, সেই সব জায়গায় অবস্থান কর্মসূচি দেওয়ার ব্যাপারে আমরা ভাবছি। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়।’

কবে নাগাদ এই কর্মসূচি আসতে পারে? জানতে চাইলে জনাব আলাল বলেন, রোববারই এই কর্মসূচি ঘোষণা হতে পারে।’

সর্বশেষ কর্মসূচি হিসেবে শুক্রবার ঢাকায় গণমিছিল করেছে বিএনপি। ঢাকার দুই প্রান্তে পৃথকভাবে এ গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি শাখা। বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো। শেখ হাসিনার পতন না ঘটিয়ে জনগণ ঘরে ফিরে যাবে না। এবারের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দেবে? না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

Check Also

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 12 =

Contact Us