শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতি কোনো আন্তর্জাতিক শক্তির সমর্থন নেই। কারণ লুটেরাদের সঙ্গে কেউ থাকে না। বিএনপি-জামায়াত দেশের সর্বনাশ করা ছাড়া আর কিছুই করতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারে এবং পেছনে টেনে নিয়ে যাবে। দেশবাসীকে বলব, বিএনপিকে বিশ্বাস করবেন না।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। রীতি অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল সভার শুরুতে শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ও ২১ আগস্ট শাহাদাতবরণকারী নেতাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন কার্যনির্বাহী সংসদের সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, দেশের মানুষের কোনো উন্নতি করেনি তারা, শুধু নিজেদের উন্নতি করেছে। দুহাতে লুটপাট করেছে। এ জন্যই এখন লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, যখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, তখন তারা সরকার উৎখাত করতে চায়, তার মানে কী? তারা কি আবার দেশকে পিছিয়ে নিতে চায়! বিএনপির মতো আমরা দেশকে পিছিয়ে নিইনি। ওরা আবার এলে ভাতা বন্ধ করে দেবে, বিআরটিসি বন্ধ করে দেবে, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা বন্ধ করে দেবে।
বিএনপির একদফা আন্দোলনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘একদফা আন্দোলন করছে বিএনপি। আওয়ামী লীগকে নাকি ক্ষমতা ছাড়তে হবে। কী অপরাধ আমাদের? বিএনপি ক্ষমতায় আসার পরে কত মৃত্যু, হত্যা, লাশ গুমের ঘটনা ঘটেছে! ’৯১-তে যখন বিএনপি ক্ষমতায় এলো, কী দিতে পেরেছিল মানুষকে?’ তিনি আরও বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তাদের কাছে প্রশ্নÑ আজ বিএনপি-জামায়াতের এত আন্দোলন কেন? তখন খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়! আমি জানতে চাই, পাগল আর শিশু তারা পেয়েছে কিনা?’
শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এ জন্যই ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বঙ্গবন্ধুর খুনিদের নমিনেশন দেয়।’ তিনি বলেন, ‘রক্ত যাদের হাতে, তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে? যার হাত সেনাবাহিনী রক্তে রঞ্জিত, সাধারণ মানুষ রক্তে রঞ্জিত, তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে? ভোট চুরি করেছে, স্বৈরতন্ত্রের মাধ্যমে যাদের জন্ম, তারা কী করে গণতন্ত্রের কথা বলে? এরা আসলে গণতন্ত্র থাকতে দেবে না।’
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। খালেদা জিয়া যে সাজাপ্রাপ্ত আসামি, এটা আমাদের করা মামলা নয়। তাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মামলা।’
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সভা শুরু হয়। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল। বৈঠকের আলোচ্যসূচিতে ৯টি ইস্যু রয়েছে। এগুলো হলোÑ শোকপ্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ। এ ছাড়া বৈঠকে একগুচ্ছ নির্বাচনী দিকনির্দেশনা দিতে পারেন দলীয়প্রধান শেখ হাসিনা। তা ছাড়া নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান রাজনৈতিক আলোচনা, বিরোধী দলগুলোর আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।