সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / আমাদের শিক্ষার্থীদের কেউ দাবায়ে রাখতে পারবে না-এসপি সুদীপ

আমাদের শিক্ষার্থীদের কেউ দাবায়ে রাখতে পারবে না-এসপি সুদীপ

শেরপুর নিউজ ডেস্ক: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় সংবর্ধনা সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি সাইরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, বঙ্গবন্ধুর ডাকে যেমন সেদিন এদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারেনি। ঠিক সেভাবে তোমরা তোমাদের মেধা ও মননশীলতা দিয়ে এগিয়ে যাবে। তোমাদেরও কেউ দাবায়ে রাখতে পারবে না। সকল শিক্ষার্থীকে বর্তমান সময়ের সাথে সৃজনশীল হয়ে উঠতে হবে। আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে উঠার জন্য সকল দ্বার উন্মুক্ত করেছে। সকল শিক্ষার্থীকে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। হতে হবে অসাম্প্রদায়িক চেতনার মানুষ। গড়ে তুলতে হবে নিজেকে চেনার জন্য, অর্জন করতে হবে মননশীলতা। সারাদেশের মধ্যে আমাদের বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সৃজনশীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য। আর অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন সম্মানিত শিক্ষকরা। আর তা প্রমাণ দিচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদের প্রকৃত পথে ধাবিত হতে হবে। তোমাদের মাঝে নিজেকে আদর্শিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তোমরা যে পরীক্ষায় অংশ নিচ্ছ তা তোমাদের শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা তোমরা নিজেদের মেধা ও মননকে এক করে চেষ্ঠা করবে। তোমরা সফল হলে এদেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবে। তোমাদের সফলতায় আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাবে। তাই এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য অগ্নি পরীক্ষার সমান। এই পরীক্ষা মধ্যে দিয়ে নিজের গন্তব্যে দিকে এগিয়ে যাবে। আর তোমাদের সফলতায় সুন্দর বাংলাদেশ বিনির্মান হবে।

আরো বক্তব্য রাখেন, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জ্যৈষ্ঠ প্রভাষক শহিদুল ইসলাম, কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক শাহীন আখতার, বিজ্ঞান বিভাগের ফরম শিক্ষক প্রভাষক উৎপল আকাশ, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক প্রভাষক নাজনীন আরা, মানবিক বিভাগের ফরম শিক্ষক প্রভাষক মাহমুদা আকতার, সিনিয়র শিক্ষক ওয়ালিউল আলম, প্রাথমিক শাখার ইনচার্জ সহকারী শিক্ষক এনামুল জাহিদ তিতাস। বিদায়ী অনুষ্ঠানে প্রভাষক অপূর্ব কুমার মজুমদারের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন প্রভাষক মোস্তাকিম হোসাইন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়েশা আফরিন আশা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা সাহা।

Check Also

বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহ্বান ডিসির

শেরপুর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বগুড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Contact Us